Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় আজ করোনায় মারা গেলেন ২ জন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ১০:৫৫ পিএম

খুলনায় ডেডিকেটেড করোনা হাসপাতালে আজ শুক্রবার সন্ধ্যায় দুজন মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা: সুহাস রঞ্জন হালদার জানান, আজ করোনায় চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা গেছেন। মৃত ব্যক্তিরা হচ্ছেন দীপক ধর (৫৭) এবং মিঠুন ঘোষ (২৮)।

নগরীর খালিশপুর এলাকার বাসিন্দা মৃত বিরেন্দ্র নাথের পুত্র দীপক ধর করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ মে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি মারা যান। এছাড়া সন্ধ্যায় সাতক্ষীরা পাটকেলঘাটা এলাকার বাসিন্দা বিষ্ণু ঘোষের পুত্র মিঠুন ঘোষ করোনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে গত ৩ জুন করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিলো।

তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় রোগী ভর্তি ছিলো ১শ’ ১ জন। ছাড়পত্র দেয়া হয় ৩৯ জনকে। আইসিইউতে ভর্তি আছে ৮ জন। এর মধ্যে রেডজোনের ৭ জন রোগী আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ