Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলতলায় নারীর শ্লীলতাহানি, প্রতিবাদে সড়ক অবরোধ

অভিযুক্ত গ্রেফতার ১

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ১১:০৩ পিএম

খুলনার ফুলতলা উপজেলায় এক নারীর (৩৫) শ্লীলতাহানি, মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে স্থানীয় জামিরা সড়কস্থ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। এলাকাবাসীর বিক্ষোভের মুখে পুলিশ অভিযুক্ত বিল্লাল হোসেন ওরফে কোপা বিল্লাল (৩২) কে আটক করে। সে অর্ধ ডজন মামলার আসামি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ফুলতলা বাজারের জামিরা সড়কস্থ ঢাকা আবাসিক হোটেলের মালিক ও রাহাত শেখের পুত্র বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী ফরিদ বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া কাকলী গাঙ্গলীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল।কিন্তু সে রাজি না হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে বিল্লাল চুপিসারে ঐ নারীর ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা ও মারপিট করে। বিষয়টি জানাজানি হয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য শেখ আঃ রশিদ, ব্যবসায়ী আমিনুল ইসলাম কচি ভুঁইয়া, রনজিৎ কুমার বোসসহ অন্যান্যরা শুনতে আসলে বিল্লাল তাদেরকেও অপদস্থ করে।

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জামিরা সড়কস্থ ব্যবসায়ীর আইডিয়াল মোড় থেকে শুরু করে চৌরাস্তা পর্যন্ত সকল দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীসহ এলাকাবাসী রাস্তায় নেমে আসে। বিক্ষুব্ধ এলাকাবাসী টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে থাকলে ঐ সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এক ঘন্টা পর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে তার বাড়ি থেকে বিল্লাল হোসেনকে আটক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কাকলী গাঙ্গলী বাদী হয়ে বিল্লালকে আসামী করে ফুলতলা থানায় মামলা (নং-০১) করেন। আটককৃত বিল্লালের বিরুদ্ধে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন, মাদক ব্যবসা, ছিনতাই এবং চাঁদাবাজিসহ অর্ধডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ