বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু সায়েম ভূইয়া বলেছেন, সিটি করপোরেশন প্রতি বছরের ন্যায় এবারেও নগরীতে নির্দিষ্ট বয়সের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজটি সাফল্যের সাথে সম্পন্ন করবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনেই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে।সিটি করপোরেশনের পক্ষ থেকে ক্যাম্পেইন কার্যক্রমে মনিটরিং ব্যবস্থা থাকবে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে নগর ভবনের কনফারেন্স রুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
এসময় তিনি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. চন্দনা রানী দেবনাথ জানান, ৫ জুন শনিবার থেকে টানা ১৯জুন পর্যন্ত কুমিল্লা মহানগরের ২৭ ওয়ার্ডের সকল ইপিআই কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেডিকেল টেকনোলজিষ্ট জহিরুল ইসলাম বলেন, নগরীর ৪৯টি ইপিআই কেন্দ্রে ক্যাম্পেইন চলবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে দু’জন স্বেচ্ছাসেবক ও প্রতি ওয়ার্ডে দু’জন করে সুপারভাইজার থাকবেন। এবারে ৬ মাস থেকে ১১ মাস বয়সী প্রায় ৮ হাজার শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪৮ হাজার শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।