Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সিসিকে রিকসা চালকদের হামলা, গাড়ি ভাংচুরের ঘটনায় মামলার সিদ্ধান্ত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ৮:৪১ পিএম

সিলেট নগরীতে সিটি কর্পোরেশন ইটপাটকেল নিক্ষেপ করেছে ব্যাটারিচালিত অবৈধ রিকশাচালকরা। সিসিক কর্মচারী ও রিকশাচালকদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে এ ঘটনা ঘটায় তারা। হামলায় সিসিকের কয়েকটি গাড়িও করা হয় ভাঙচুর। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নগর কর্তৃপক্ষ। সংঘর্ষের পর সিসিক কাউন্সিলরদের নিয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন মেয়র আরিফুল হক চৌধুরী।

আজ (বুধবার) বিকেল সাড়ে ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। মামলা দায়েরের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। আজ বেলা আড়াইটার দিকে সিসিক কর্মচারী ও নগরীর ব্যাটারিচালিত রিকশাচালকদের মধ্যে আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দু’পক্ষই ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। সিসিকের ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানের জের ধরে ঘটে এ সংঘর্ষ।

আজ দুপুরে ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযানে নামে সিটি কর্পোরেশন। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কোর্ট পয়েন্টসহ নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জব্দ করা হয় বেশ কয়েকটি ব্যাটারিচালিত রিকশা। খবর পেয়ে বেলা ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরভবনের সামনে কামরান চত্বরে রিকশাচালকরা অবস্থান নিলে কর্মচারীরা সিসিকের প্রধান ফটক লাগিয়ে দেন। এসময় রিকশাচালকরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে দু’পক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা এবং সংঘর্ষ বাঁধে। পরে সিসিকের কর্মচারীরাও নগরভবনের গেটের ভেতর থেকে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষের সময় সিসিকের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে পাওয়া গেছে অভিযোগ। তবে তৎক্ষণাৎ কোতোয়ালি মডেল থানা ও বন্দরবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। কোনো পক্ষ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে, সিসিকের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ বলেন, ব্যাটারিচালিত রিকশা সম্পূর্ণভাবে অবৈধ। এদের বিরুদ্ধে গত পরশু থেকে অভিযানে নেমেছে সিসিক। এতে তারা ক্ষিপ্ত হয়ে আজ নগরভবনে হামলা করে অন্তত ৫টি গাড়ি ভাঙচুর করেছে, ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এছাড়াও সিসিকের অন্তত ৫টি গাড়ি ভাঙচুর করেছে রিকশাচালকরা।।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ২ জুন, ২০২১, ৯:২৪ পিএম says : 0
    মামলার পয়োজন নাই এদের কে ঢেকে আনিয়া কি হয়েছে বসে একটি সিদ্ধান্ত নিলে ভালো হবে,মামলা মকদ্দমা এরা কি দিয়ে চালাবে,পরবতীর্তে হিংসা হানা হানী আরো জটিল হয়ে পড়বে,মেয়র আরিফুল হক চোধুরী এক জন জ্ঞানী ব্যক্তি আমি মনে করি মামলা মকদ্দমা ভালো নয়,যাদের পেটে ভাত নাই তাদের মামলা দিয়ে হয়রানি করে কি লাভ হবে,বিষয় টি বিবেচনা করতে মেয়র আরিফুল হক চোধুরী কে অনুরোধ করা হইল।
    Total Reply(0) Reply
  • মোঃ+দুলাল+মিয়া ৩ জুন, ২০২১, ২:৪২ এএম says : 0
    এদের হয়রানি করা উচিত হবে না,যদি গাড়ির গ্লাস ভেংগে গেছে তবু ওদের মামলা মকদ্দমা দিয়ে হয়রানি করা উচিত হবে না,সরকারি সম্পদ জনগণের সম্পদ চিন্তা করে দেখতে হবে এরা গরিব মানুষ এরা একটি অনন্যায় হয় করে ফেলছে।এখন তাদের হয়রানি করলে তাদের ছেলেমেয়েরা কষ্ট পাবে ।তাই বিষয়টি উভয়ে বসে মিটিয়ে দিলেই ভালো হবে। মেয়র আরিফুল হক চোধুরী এক জন জ্ঞানী ব্যক্তি।
    Total Reply(0) Reply
  • প্রবাসী-একজন ৩ জুন, ২০২১, ৯:১৮ এএম says : 0
    .ব্যাটারিচালিত রিক্সা বেআইনি ঘোষণার আগে এসব গরিব রিকশাচালকদের জন্য বিকল্প কর্মসংস্থান করা সরকারের কর্তব্য ছিল। যারা আইন প্রয়োগ করতে যান, এদের সবাই নিয়মিত বেতন পান; এদের অনেকের উপরি আয়ও রয়েছে। গরিব রিকশাওয়ালাদের জন্য বিকল্প কর্মসংস্থান করুন, কিংবা বেকারভাতার ব্যবস্থা করুন, তাহলে ওরা এমন বিক্ষোভ-ভাংচুর আর করবে না। ক্ষুধার্ত মানুষকে মামলা দিয়ে ঠেকানো যাবে না; সম্পদ বিনষ্ট তো দূরে থাক; ক্ষুধার্ত রিকশাওয়ালারা আর ওদের পরিবার এর চেয়ে বেশি ক্ষতিকর কিছু করতে পারে। মহান আল্লাহ সবাইকে সসম্মানে সঠিক পথের ওপর বেঁচে থাকার তৌফিক দিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ