Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে নির্মিত হচ্ছে প্রবাসী চত্বর

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ৬:৫৬ পিএম

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলায় দেশের প্রথম নির্মিত হচ্ছে ‘প্রবাসী চত্বর’। প্রবাসীদের সম্মানে এ সিদ্ধান্ত নিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত রেমিট্যান্স যোদ্ধাদের ব্যাতিক্রমী এক সম্মানে ভূষিত করতে এ উদ্যোগ গ্রহণ করেছেন করা হয়েছে। বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারে দীর্ঘদিনের অবহেলিত গোলচত্বরকে নান্দনিক রূপ দিয়ে এর নাম ‘প্রবাসী চত্বর’ করা হচ্ছে।

ইউএনও বলেন, বাংলাদেশের বৈদেশিক আয়ের অন্যতম সোর্স রেমিট্যান্স হলেও দেশের কোথাও প্রবাসীদের স্মরণে কোন চত্বর নির্মাণ হয়নি। তাই প্রবাসীদেরকে সম্মান ও তাদের অবদানকে স্বীকৃতি স্বরূপ এই চত্বরটির নামকরণ প্রবাসী চত্বর। এই স্তম্ভের ভিতরে একজন ট্রাফিক পুলিশ মুভ করতে পারবে। স্তম্ভের গায়ে বাংলাদেশি মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রার অংকন থাকবে। ব্যতিক্রমী এই উদ্যোগের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় দেশে-বিদেশে প্রশংসিত হয়ে উঠে নব নিযুক্ত এই ইউএনও। তার এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি সাধুবাদ জানিয়ে চলেছেন নেটিজেনরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ