Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার উপকূলের ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ পরিদর্শনে সচিব কবির বিন আনোয়ার এখন কক্সবাজারে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ৫:৪৭ পিএম

পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি কবির বিন আনোয়ার দুই দিনের সফরে আজ কক্সবাজার এসেছেন।


বুধবার ২ জুন তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) শ্রাবস্তী রায়, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, শাহে নেওয়াজ চৌধুরী প্রমুখ তাঁকে স্বাগত জানান।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার কক্সবাজার অবস্থানকালে গত ২৬ ও ২৭ মে ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ সহ উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ পরিদর্শন করবেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিদর্শন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ