বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন ‘চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমির’ কার্যালয়ে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পৌনে সাত লাখ টাকাসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। জুয়ার আসর বসার খবর পেয়ে মঙ্গলবার রাতে এ অভিযান চালায় পুলিশ। গ্রেফতার ১৯ জন হল- ইকবাল (৩৬), আকবর হোসেন (২৭), তৌহিদুল ইসলাম(৩৬), মো. আব্বাস (৪২), মো. করিম (৩০), মো. সোহাগ (২৯), মো. তৌহিদুল আলম (৪১), হেলাল উদ্দিন (৬৩), মো. ফরিদ (৩৫), মাহমুদুল হক (৩০), মো. সুমন (৩০), মো. মনছুর (৩০), মো. কাইয়ুম (৪০), মুসলিম উদ্দীন (৩৮), মো. রানা (৪০), মো. বাবুল(৩৫), জসীম উদ্দীন(৩৮), রুবেল উদ্দীন (৩২) এবং এমরান উদ্দীন(৫০)। নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মো. মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ফুটবল ট্রেনিং একাডেমিতে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা চলছিল। আমরা জানতে পেরেছি, প্রতিদিন সেখানে জুয়ার আসর বসে। ভবনের ছাদে, প্রবেশমুখে, গলিপথে ট্রেনিং একাডেমির নিজস্ব লোকজন থাকে। তারা মূলত পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করে। আবার অফিসের ভেতরে নিজস্ব লোকজন দিয়ে জুয়াখেলা পরিচালনা করে।
জুয়ার আসর থেকে ৮ প্যাকেট তাস এবং নগদ ৬ লাখ ৭৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন।
তবে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমির পরিচালনা পরিষদের এক কর্মকর্তার দাবি এখানে কখনোই জুয়াখেলা হয় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।