Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

চলচ্চিত্রে কেয়ার দুই দশক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ১২:০২ এএম

চলচ্চিত্র জগতে দুই দশক পার করছেন চিত্রনায়িকা কেয়া। ২০০১ সালের ৭ মার্চ মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমায় চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়ক রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই দর্শকের মন জয় করেছিলেন কেয়া। পরবর্তীতে ‘মহব্বত জিন্দাবাদ’, ‘ভালোবাসার শত্রæ’,‘নষ্ট’,‘সাহসী মানুষ চাই’,‘ পাল্টা আক্রমণ’,‘রাজধানীর রাজা’, ‘রংবাজ বাদশা’সহ আরো অনেক সিনেমায় অভিনয় করেন। বর্তমানে কেয়া রাকিবুল আলম রাকিবের ‘ইয়েস ম্যাডাম’,‘ সীমানা’ এবং শাহীন সুমনের ‘বনলতা’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। চলচ্চিত্রে দুই দশক প্রসঙ্গে কেয়া বলেন, ‘দেখতে দেখতে চলচ্চিত্র জীবনের দুই দশক পেরিয়ে গেছে। ভাবলেই কেমন যেন শিহরিত হই। বারবার মনে হচ্ছে, এই তো সেদিন আমি যশোহর থেকে ঢাকায় এলাম, তারপর নিজেকে কিছুটা তৈরী করে কঠিন বাস্তব-এর শুটিং-এর জন্য থাইল্যান্ডে গেলাম। অথচ দুই দশক পার হয়ে গেছে। আমার চলচ্চিত্র জীবনের আজকের সফল অবস্থানে আসার পেছনে আমি কৃতজ্ঞ কাহিনীকার আব্দুল্লাহ জহির বাবু ভাইয়ের কাছে। কৃতজ্ঞ কঠিন বাস্তব সিনেমার প্রযোজক ফাইটার আরমান ভাইয়ের কাছে। কৃতজ্ঞ আমার প্রথম সিনেমার পরিচালক মনতাজুর রহমান আকবর স্যারের কাছে। কৃতজ্ঞ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের কাছে। কেয়া জানান, ২০০৪ সালে তার ভাই রয়েল মারা যাবার কারণে চলচ্চিত্রে কিছুটা অনিয়মিত হয়ে পড়েছিলেন। তারপর পুরোদমে কাজ করছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ