Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর থেকে চুরি হওয়া ইজিবাইক খুলনায় উদ্ধার, আটক ২

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ৭:১০ পিএম

যশোর থেকে চুরি হওয়া ইজিবাইক খুলনায় উদ্ধার হয়েছে। এসময় পুলিশ সাদ্দাম হোসেন (৩০) ও খোকন (৩০) নামে আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে। সোমবার (৩১ মে) গভীর রাতে খুলনার শঙ্খমহল সিনেমা হল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার ও তাদের আটক করে।

সাদ্দাম খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ও খোকন কুষ্টিয়ার কুমারখালি উপজেলার শিলাইদহ গ্রামের কিবরিয়ার ছেলে।

যশোর কোতোয়ালি থানার এসআই সেকেন্দার বলেন, গত ২০ মে সন্ধ্যায় যশোর শহরের বকচর এলাকার রফিকুল ইসলামের ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১১ দিনের মাথায় চোরচক্রকে চিহ্নিত ও চোরাই ইজিবাইক উদ্ধারসহ দু’জনকে আটক করতে সক্ষম হয়। এরা দু’জনই আন্তঃজেলা চোরচক্রের সদস্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ