Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

পুতিনের সাথে বৈঠকের আগে বাইডেনকে হুঁশিয়ারি রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ৫:৪৭ পিএম

আগামী মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে নির্ধারিত বৈঠক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের জন্য ‘অস্বস্তিকর’ হতে পারে বলে সতর্ক করে দিয়েছে মস্কো। বৈঠকের আগে বক্তব্য রেখে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ‘নির্বাচনে হস্তক্ষেপ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই জায়ান্টের মধ্যে সর্বকালের সবচেয়ে খারাপ সম্পর্ক সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়িয়ে দেবে রাশিয়া। তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএকে বলেন, ‘আমেরিকানরা অবশ্যই ধরে নিতে পারে যে মস্কো থেকে আসা বেশ কয়েকটি সংকেত… আসন্ন দিনগুলিতে তাদের জন্য অস্বস্তিকর হবে।’

জেনেভায় মাত্র দু’সপ্তাহের মধ্যে দুই নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে কিছুটা রাশিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে প্রেসিডেন্ট পুতিনকে চাপ দেয়ার পরিকল্পনা করেছেন বাইডেন। এই বিষয়টি প্রকাশ্যে আসার প্রেক্ষিতেই রাশিয়ার পক্ষ থেকে এই হুঁশিয়ারি উচ্চারন করা হলো। দ্য গার্ডিয়ান অনুসারে, গত ৩০ মে ডেলাওয়্যারে স্মরণ দিবসের ভাষণে বাইডেন মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা করে বলেছিলেন, ‘আমি জেনেভাতে কয়েক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাত করছি, সেখানে আমি পরিস্কার করে বলতে চাই, তিনি এই অধিকারগুলির অপব্যবহার করলে আমারও চুপ করে বসে থাকবো না।’

দ্য ইন্ডিপেন্ডেন্টের জানিয়েছে, রাশিয়া বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত ছিল দাবি করেছেন রিয়াবকভ। তার অভিযোগ, ‘বৈঠককালে আলোচনার অন্যান্য বিষয়গুলির এজেন্ডা নির্ধারণের বিষয়ে যুক্তরাষ্ট্র নমনীয় হচ্ছে না।’ ইউক্রেন-রাশিয়া সীমান্তে ন্যাটো এবং মার্কিন বাহিনীর সাম্প্রতিক বৃদ্ধি সম্পর্কে রাশিয়া বাইডেনকে প্রশ্ন করতে আগ্রহী বলে জানা গেছে। পুতিনও এই অঞ্চলে আরও সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়টি বিবেচনা করায় উদ্বেগ বাড়ছে। সূত্র: ইউনিল্যাড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ