Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভারত টিকা রফতানি বন্ধ করায় বহু দেশে সংক্রমণ ছড়াচ্ছে’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ২:৪৮ পিএম

ভারত টিকা রফতানি বন্ধ করায় বিশ্বের বহু দেশে করোনাভাইরাসের নয়া প্রজাতি দ্রুত ছড়িয়ে পড়ছে। তাদের মধ্যে অধিকাংশই আফ্রিকার দেশ, বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হু-র বিজ্ঞানী বলেন, ‘‘টিকার সরবরাহ কমে যাওয়ায় বড় প্রভাব পড়েছে বিশ্বের ৯১টি দেশে। ভারতের প্রস্তুতকারক সংস্থা সেরাম টিকার জোগান দিতে না পারায় মূল সংস্থা অ্যাস্ট্রাজেনেকা সেই ঘাটতি মেটাতে ব্যর্থ হয়েছে। যার জেরে করোনাভাইরাসের যে প্রজাতির খোঁজ প্রথম ভারতে পাওয়া গিয়েছিল, সেই বি.১.৬৭১.২ প্রজাতি সংক্রমণ ছড়াচ্ছে ওই দেশগুলিতে।’’

স্বামীনাথন জানান, ‘‘দুর্ভাগ্যবশত অধিকাংশ আফ্রিকার দেশ এখনও পর্যন্ত ০.৫ শতাংশেরও কম মানুষের টিকাকরণে সক্ষম হয়েছে। সব স্বাস্থ্যকর্মীকেও তারা টিকা দিয়ে উঠতে পারেনি। এই ভাবে টিকা বণ্টনের ক্ষেত্রে যদি বৈষম্য চলতেই থাকে, তা হলে কিছু দেশ অতিমারি থেকে মুক্তি পেলেও অন্য দেশগুলি বড় সমস্যায় পড়বে। আর একের পর এক ঢেউ আসতেই থাকবে।’’

সূত্র: আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ