মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর ভারতে দৈনিক মৃত্যু সংখ্যা চার হাজার ছাড়িয়েছিল। সেটা অবশ্য বেশিরভাগই ছিল ৩ হাজারের ঘরে। সেই মৃত্যু টানা ৩৫ দিন কমে তিন হাজারের নিচে নেমেছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে দুই হাজার ৭৯৫ জন। এ নিয়ে দেশটিতে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৩১ হাজার ৮৯৫ জনে।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্তও কমেছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও এক লাখ ২৭ হাজার ২৭ হাজার ৫১০ জনের।
ভারতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জনের।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার আরও কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬২ শতাংশে। আর মোট শনাক্তের হার এখন ৮ দশমিক ১২ শতাংশ।
পুরো ভারতেই জোর দেয়া হয়েছে টিকাকরণে। ১৮ বছরের ওপর সবার জন্যই টিকা কর্মসূচি নেয়ার এক মাস অতিক্রম করল দেশটি।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে টিকা দেয়া হয়েছে ২৭ লাখ ৮০ হাজার ৫৮ জনের। এখন পর্যন্ত টিকা দেয়া হয়েছে ২১ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৬৩৮ জনের।
কয়েকদিন থেকেই ভারতের বেশিরভাগ রাজ্যে কমছে সংক্রমণ। সংক্রমণে কমেছে পশ্চিবঙ্গেও। এখন রাজ্যটিতে সংক্রমণ কমে ১০ হাজারের ঘরে নেমেছে। তবে দৈনিক মৃত্যু এখনও এক শ’র ওপর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।