Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজস্ব কার্ড ইস্যু করে রেমিট্যান্স পাঠাতে পারবে ব্যাংক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ১২:০০ এএম

আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান ব্যবস্থায় অনুমোদিত ডিলার ব্যাংক সুইফট ম্যাসেজের মাধ্যমে বৈদেশিক লেনদেন করে থাকে। অপরদিকে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে প্রবাসী আয় দেশে আসে। এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংক নিজের নামে আন্তর্জাতিক রেমিট্যান্স কার্ড ইস্যু করতে পারবে।
এ কার্ড দিয়ে ইন্টারনেটের মাধ্যমে বেশ কয়েকটি খাতের ব্যয়ের অর্থ সহজে বিদেশে পাঠাতে পারবে ব্যাংক। খাতগুলো হলো- তথ্যপ্রযুক্তি খাতের ব্যয়, সদস্য ফি, ভর্তি ফি, শিক্ষা-চিকিৎসা ব্যয়, ভিসা ফি, প্রশিক্ষণ ফি ইত্যাদি। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বৈদেশিক লেনদেন ব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে। নতুন সার্কুলারের আওতায় বিদেশি বেনিফিশিয়ারি চাহিদা অনুযায়ী অনুমোদিত ডিলার ব্যাংক তাদের গ্রাহকের পক্ষে কার্ডের মাধ্যমে সংশ্লিষ্ট লেনদেনগুলো নিষ্পত্তি করতে পারবে।
অর্থাৎ বাংলাদেশি কেউ বিদেশি কোনো প্রতিষ্ঠানে সদস্য হবেন বা কোনো সেবা নেবেন, এজন্য তাকে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে। সেবা প্রদানকারী বিদেশি প্রতিষ্ঠান ফি’র অর্থ কার্ডে নিতে চাইছেন। কিন্তু সুবিধাগ্রহণকারীর কাছে আন্তর্জাতিক কার্ড নেই। তখন ব্যাংকগুলো গ্রাহকের পক্ষ থেকে তাদের নিজস্ব নামে কার্ড ইস্যু করে ওই অর্থ পাঠাতে পারবে। এতোদিন এ ধরনের সুযোগ ছিল না।
বাংলাদেশ ব্যাংকের জারি করা এ সার্কুলারের প্রশংসা করে বাণিজ্যিক ব্যাংকগুলোর ডিজিটাল পেমেন্ট বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ সুবিধার ফলে এখন থেকে ‘নস্ট্রো হিসাবের’ (বিদেশি ব্যাংকের সঙ্গে লেনদেনের জন্য বৈদেশিক মুদ্রার হিসাব) সহায়তা ছাড়াই এ কার্ডের মাধ্যমে সহজে এবং স্বল্প ব্যয়ে রেমিট্যান্স পাঠানো যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক

৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ