মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের জাতীয় কমান্ড এবং অপারেশন সেন্টার (এনসিওসি) প্রধান আসাদ উমর গতকাল ঘোষণা করেছেন যে, নিবন্ধিত ১৮ এবং তদূর্ধ্ব নাগরিকদের টিকাকরণ আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। এক টুইট বার্তায় ফেডারেল মন্ত্রী নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব নিবন্ধন শুরুর আহ্বান জানিয়ে যোগ করেছেন, ‘এ পদক্ষেপ সব যোগ্য বয়সিদের টিকাকরণ নিশ্চিত করেছে’। গত ২৮ মে এনসিওসি পরদিন শনিবার থেকে ৩০ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের পাশাপাশি ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষকদের জন্য ওয়াক-ইন ভ্যাকসিন খোলার কথাও ঘোষণা করেছিল।
উমর জানিয়েছিলেন যে, ৩০ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের টিকা দেয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত এনসিওসির একটি সভায় নেয়া হয়েছিল। তিনি সব ৩০+ নিবন্ধিতদের যে কোনো কেন্দ্রে গিয়ে টিকাকরণ সম্পন্ন করার আহ্বান জানান।
গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে মোট ২ হাজার ১১৭ জন করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে মোটি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ২১ হাজার ৫৩ জন। একই সময়ে আরো ৪৩ জনের মৃত্যু হওয়ায় দেশটির মৃতের সংখ্যা ২০ হাজার ৭৭৯-এ পৌঁছেছে।
এদিকে, একদিনে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৯১৯ জন রোগী। ফলে মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪১ হাজার ২৪১ জনে। এদিন দেশটিতে সক্রিয় কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিল ৫৯ হাজার ৩৩ জন। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরো ৮৭ হাজার ১৬৯ জনকে টিকাকরণের আওতায় আনার ফলে মোট টিকাপ্রাপ্তের সংখ্যা ১৫ লাখ ১৩ হাজার ১৪৪ জন। আংশিক টিকা পেয়েছেন মোট ৩১ লাখ ৮০ হাজার ২৪৬ জন। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।