Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিকল্পিত কক্সবাজার শহর গঠনে উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান অব্যাহত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ৯:২৮ পিএম

পরিকল্পিত কক্সবাজার শহর গঠনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সোমবারও শহরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর অভিযানে ৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ সচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা আনসারের ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতায় ৩১ মে সকাল ১০ থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার শহরের সৈকত পাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ওই স্থাপনা গুলো ভেঙে দেয়া হয়।

এ সময় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে কক্স-কুইন রিসোর্ট নামে অনুমোদনবিহীন ২ তলা ভবন এবং টি.আর রিসোর্ট নামে অনুমোদনবিহীন ২ তলা ভবন ভেঙ্গে দেয়া হয়। এছাড়া একই এলাকায় ঢাকা রেস্তোরা নামে অনুমোদনবিহীন ১ তলা ভবন পুনরায় নির্মাণ করা হলে উক্ত স্থাপনা ভেঙ্গে দেয়া হয় এবং বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়।

এ সময় তাদেরকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ হতে অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, ইমারত পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অবঃ) ফোরকান আহমদ বলেন, কক্সবাজারকে একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। তাই পরিকল্পিত নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ