Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজায় ১৯ পরিবারের ওপর গণহত্যা চালিয়েছে ইসরাইল

জাতিসংঘের পদক্ষেপকে স্বাগত জানালো আরব লীগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ১২:০৩ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাম্প্রতিক সহিংসতায় ১৯টি পরিবারের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরাইল। রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়।বিবৃতিতে বলা হয়েছে, এই গণহত্যায় ৯১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪১ জন শিশু ও ২৫ জন নারী। এ ছাড়া আটজন শিশু ও ৬ নারীসহ আল-কওলাক পরিবারের ২১ সদস্যকে হত্যা করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, আবু আউফ পরিবার এক শিশু ও ৫ নারীসহ তাদের নয় জন সদস্যকে হারিয়েছে। আল-তানানী পরিবারে এক নারী ও চার শিশুসহ নিহতের সংখ্যা ৬ জন। সবাই নিজ বাড়িতে ইসরাইলি বোমা হামলায় নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, টানা ১১ দিনের সহিংস সংঘাতে কেবল ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে ৬৮ শিশুসহ অন্তত ২৭০ জন। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ২ হাজার জন ফিলিস্তিনি নাগরিক। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী দল হামাসের ছোড়া রকেটে ইসরাইলে ২ শিশুসহ নিহতের সংখ্যা ১৩ জন। আনাদোলু এ খবর জানায়। অপরদিকে, ফিলিস্তিনে ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ করতে দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কমিশন গঠনের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে উপসাগরীয় ও আরব রাষ্ট্রগুলোর জোট আরব লীগ। রবিবার এক বিবৃতিতে তারা এ বিষয়ে নিজেদের মতামত জানায়। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের শেখ জাররাহ পাড়া, সিলওয়ান পাড়া এবং গাজায় ইসরাইলি আগ্রাসনের জাতিগত নির্ম‚লকরণের প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের পক্ষ থেকে এই প্রস্তাবটি এলো। আরব লীগের সহকারী মহাসচিব সাঈদ আবু আলী বলেন, এই প্রস্তাবটির মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণ যে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে, সেটির প্রতি তাদের দায়বদ্ধতার পক্ষে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সদিচ্ছাকে প্রতিফলিত করে। আনাদোলু এজেন্সি।



 

Show all comments
  • habib ১ জুন, ২০২১, ৯:৫৩ এএম says : 0
    i hate OIC muslims leaders those who fail to protect muslim around the world..
    Total Reply(0) Reply
  • জোহেব শাহরিয়ার ২ জুন, ২০২১, ১১:৪৩ এএম says : 0
    আরবলীগ তৈরিই করা হয়েছিলো ইসরায়েলী আগ্রাসন থেকে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য। কিন্তু আরবলীগ ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত ভূমি মুক্ত করা দূরে থাক, বরং ইসরায়েলের আক্রমণ প্রতিহতও করতে পারে নি। আরে প্রতিহত করা দূরে থাক, এই যুদ্ধ চলাকালীন সময়ে আরবলীগ বোবা, অন্ধ ও বধির হওয়ার ভান করেছিলো। আর এখন আসছে লোকদেখানো প্রতিবাদ করতে। এই আরবলীগ আমরা চাই না। এর চেয়ে ইরান নেতৃত্বাধীন Axis of Resistance অনেক ভালো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরব লীগ

২৭ জুলাই, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ