Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরব লীগের বৈঠক শুরু

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আরব লীগের ২৭তম বার্ষিক বৈঠক গত সোমবার আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় দেশ মৌরিতানিয়ার রাজধানী নোঅকচোট্টতে শুরু হয়েছে। দেশটির আশপাশের দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, মালি, সেনেগাল ও পশ্চিম সাহারা। বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে বর্তমান বিশ্বের চলতি ঘটনাবলি। বিশেষ করে সন্ত্রাসবাদ মোকাবিলা এবং লিবিয়া ও সিরিয়ার অস্থিতিশীলতা। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই বৈঠকে যোগ না দিলেও মিসরের প্রতিনিধি হিসেবে বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল। ডেইলি নিউজ ইজিপ্টকে একথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আবু জায়েদ। তবে তিনি জানেন না প্রেসিডেন্ট কেন যাচ্ছেন না। বৈঠক শুরু হওয়ার আগেই মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শোওকরি ২০১৫ সালের আরব লীগ মন্ত্রীদের সভাপতির পদটি ত্যাগ করেন। বৈঠক চলাকালে শোওকরি বলেছেন, তিনি আরব দেশগুলোর সঙ্গে আলোচনা করেছেন এবং প্যালেস্টাইন ইস্যুটিকে আন্তর্জাতিক আলোচ্যসূচিতে সর্বাগ্রে রাখার আহবান জানিয়েছেন। তিনি বলেন, প্যাটাইন দ্বন্দ্বের যে কোনো নিরপেক্ষ সিদ্ধান্ত বা পদক্ষেপের প্রতি আরব লীগ বরাবরই ইতিবাচক থেকেছে। আমরা চাই প্যালেস্টাইনীদের প্রাত্যহিক নিরাপদ জীবন। আল জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরব লীগের বৈঠক শুরু

২৭ জুলাই, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ