Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী সূবর্ণচরে ডায়রিয়ায় একই পরিবারের দুই জনের মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ৮:২১ পিএম

সুবর্ণচর উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ৮ দিনের মধ্যে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। একই বাড়িতে আরো কয়েকজন ডায়ারিয়ায় আক্রান্ত আছে বলে জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। নিহতরা সম্পর্কে দাদা-নাতী ছিল।

সোমবার সকাল ৯টার দিকে মো. রাসেদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়। সে উপজেলার চর ওয়াপদা ৯ নম্বর ওয়ার্ডের চর বৈশাখী গ্রামের রেজ্জাগো বাড়ির মো.হানিফের ছেলে। এর আগে, গত (২৪ মে) দুপরের দিকে তার দাদী সখিনা খাতুন (৯০) স্ট্রং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।

নিহত রাসেদের জেঠা নুরুল হক বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, সকালের দিকে রাসেদকে গুরুত্বর অসুস্থ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে গাড়িতে তার মৃত্যু হয়। গত (২৪ মে) দুপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তার মা মারা যায়। তারা দুইজনই ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, এসব অঞ্চলে বিশুদ্ধ পানির অভাব রয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের কোন কার্যক্রম নেই বললেই চলে।

চরজব্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহেলা সুলতানা ঝুমা জানান, রাশেদ গত ৩ দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়। এ বিষয়ে সে পরিবারের কাউকে কিছু জানায়নি। আজ সকালে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে তাদের পরিবারের আরেক সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে তার জানা নেই বলে তিনি মন্তব্য করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ