Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ৩ ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ৮:১৮ পিএম

নগরীতে অটোরিকশায় চড়ে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে পাকড়াও করেছে পুলিশ। তারা হলেন- আলমগীর (২৮), আল-আমিন (২১) ও আজিম (২৮)। রোববার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, একটি অটোরিকশা যোগে সোহেল ও তার দুই বন্ধু চকবাজারের উদ্দেশে রওনা হয়। তাদের অটোরিকশাটি শেরশাহ কলোনী এলাকায় পৌঁছলে অটোরিকশা আরোহী ওই তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে।

একপর্যায়ে তাদের মারধর করে অটোরিকশা থেকে নামিয়ে তাদের সাথে থাকা ৩টি মোবাইল ২টি হাতঘড়ি, পাওয়ার ব্যাংক ও নগদ ৬ হাজার ২শ টাকা ছিনতাই করে। এ সময় সোহেল ও তার বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে এ ৩জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ