বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সীমান্তবর্তী জেলা দিনাজপুরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় (সোমবার দুপুর পর্যন্ত) মোট ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসি আর টি ল্যাবে ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩টি রিপোর্ট করোনা (কোভিড-১৯) পজিটিভ আর বাকী ১৪৭টি রিপোর্ট নেগেটিভ হয়েছে। এই ল্যাবরেটরিতে এ পর্যন্ত প্রেরিত নমুনার সংখ্যা ৪৩২৫৭টি আর অদ্যাবধি মোট নমুনার ফলাফল হয়েছে ৪০৩৮৭টি। শনাক্তের হার ১৯.০০%। আর এ পর্যন্ত দিনাজপুরে মোট মৃত্যুর সংখ্যা ১২৮ জন। মূলত ঈদের পর থেকেই দিনাজপুরে করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই হিলি স্থল বন্দরে ভারত ফেরত ৩ জন রোগীর রক্ত পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সোমবার বিকেলে দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস জানান, ২৪ আক্রান্ত করোনা পজিটিভ রোগীর মধ্যে সদর উপজেলায় ২০ জন, বিরলে ০২ জন, বিরামপুরে ০১ জন, বীরগঞ্জে ০১ জন, বোচাগঞ্জে ০২ জন, চিরিরবন্দরে ০১ জন, হাকিমপুরে ০৫ জন ও ফুলবাড়ী উপজেলায় ০১ জন করোনা (কোভিড-১৯) পজিটিভ হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৮০৬ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৫৪৫৪ জন। বর্তমানে ১৯৫ জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে ভর্তি ২৯ জন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।