Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে হামলায় বন কর্মকর্তাসহ আহত ১১

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ৩:০৯ পিএম | আপডেট : ৩:১৯ পিএম, ৩১ মে, ২০২১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকোপার্কে ঘর নির্মাণে বাধা দেওয়ায় হামলার ঘটনায় বন কর্মকর্তাসহ ১১ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় এই হামলার ঘটনা ঘটে। বনবিভাগের কর্মকর্তারা জানান, পার্কের বেষ্টনীর ভেতরে ঢুকে স্থানীয় ২০ থেকে ২৫ জন ব্যক্তি কয়েকটি টিনের ঘর তৈরি করছিলেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা গেলে নির্মাণাধীন ঘর তৈরির সরঞ্জামাদি দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। পরে আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হামলায় আহতদের মধ্যে আছেন পার্কের পরিচালক ও বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির, বনকর্মী ইসমাইল হোসেন, আবদুল হাই, জ্যোতির্ময় বড়ুয়া ও আনোয়ার হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ