Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় মন্দির চুরির ঘটনায় সরঞ্জামাদিসহ গ্রেপ্তার-২

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ৮:০৩ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় মন্দির চুরির ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে আনোয়ারা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। পরে তাদের স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে মন্দির থেকে চুরিকৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল, বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের মৃত বাবুল মিয়ার পুত্র মো. হাসান (৩৫) ও শোলকাটা গ্রামের মৃত আবুল কালামের পুত্র মো. মনির (২৩)। পরে তাদের স্বীকারোক্তিতে শোলকাটা-তৈলারদ্বীপ সড়কের পাশে ঝুপটি থেকে আনোয়ারা সদর ইউনিয়নের ধানপুরা এলাকায় কালী মন্দির ও শীতলা মন্দির চুরি হওয়া মালামালের পিতলের কলস, পিতলের করাই, শিব লিঙ্গ, খাসা, পিতলের ঘন্টা, পিতলের দূর্গা মুর্তি, তামার খাসা ও তামার খুপি উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আনোয়ারা থানার ওসি(তদন্ত) ওমর ফারুক জানান,মন্দির চুরির অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে হাসান ও মনির নামে ২ পেশাদার চোরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তিতে শোলকাটা-তৈলারদ্বীপ সড়কের পাশে ঝুপটি থেকে কালী মন্দির ও শীতলা মন্দিরের চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোর আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ