মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সকালে ভরপেট নাশতা করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন। বিল হয়েছে ২৬ হাজার! আর সেই বিল তিনি মিটিয়েছেন জনগণের করে টাকায়। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে দেশটিতে। নিজের খাওয়াদাওয়ার খরচও জনগণের করের টাকায় মেটানোয় এবার তদন্তের মুখে পড়তে চলেছেন প্রধানমন্ত্রী।
জানা গিয়েছে, প্রতিদিনের নাশতা বাবদ প্রায় ২৬ হাজার টাকা জনগণের কর থেকে আদায় করছিলেন সানা মেরিন। সম্পূর্ণ আইনবিরুদ্ধ এই কাজের জন্য প্রধানমন্ত্রীর উপর খড়গহস্ত সে দেশের আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, প্রধানমন্ত্রীর খাওয়াদাওয়ার খরচ জনগণের করের টাকা থেকে কাটবে, এমন কোথাও উল্লেখ নেই। তাই তদন্ত হলে বিপাকে পড়তে পারেন সানা। যদিও প্রধানমন্ত্রীর দাবি, দেশের পূর্ব প্রধানমন্ত্রীরাও নাকি এই একই সুবিধা ভোগ করে এসেছেন। পাশাপাশি, সানার আরও দাবি, সরকারি কর্মকর্তাদের সিদ্ধান্তেই ব্রেকফাস্টের খরচ সরকারি কোষাগার থেকেই মেটানো হয়। তবে তদন্তের জন্য প্রস্তুত সানা। তিনি জানিয়েছেন, দোষী প্রমানিত হলে আগামী দিনে তিনি নাশতার টাকা সরকারি কোষাগার থেকে আর নেবেন না।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ সানা মেরিন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার স্বচ্ছ ভাবমূর্তি নজর কেড়েছিল গোটা বিশ্বের। করোনা পরিস্থিতি সামাল দেয়ায় তার ভূমিকাও বহুল চর্চিত ছিল। ইউরোপে তিনি অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে অল্প দিনের মধ্যেই শিরোনামে চলে এসেছিলেন। কিন্তু নাশতা বিতর্ক ফের সানাকে টেনে আনল খবরের প্রথম পাতায়। এই বিতর্কে তার ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে, আগামী ১৩ জুন থেকে শুরু হচ্ছে ফিনল্যান্ডের লোকাল বডি ইলেকশন। নির্বাচনের আগে সানার এই নাশতা বিতর্ক ভোটারদের মধ্যে ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে বেশ বিপাকে ৩৫ বছরের এই তরুণী প্রধানমন্ত্রী। সূত্র: আউটলুক ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।