মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনা সিনোভ্যাকের তৈরি করোনাভ্যাক টিকা মৃত্যু রোধে ৯৭ ভাগ পর্যন্ত কার্যকর বলে এক সমীক্ষায় উঠে এসেছে। উরুগুয়েতে করোনাভাইরাস ভ্যাকসিন ক্যাম্পেইনের প্রাথমিক ফলাফলে এ চিত্র দেখা গেছে। বলা হচ্ছে, টিকায় করোনায় মৃত্যুর হার ৯৭ শতাংশ পর্যন্ত রোধ করতে পারে। ব্যাপকভাবে চীনের ভ্যাকসিন প্রয়োগে এই ফলাফল পেয়েছে উরুগুয়ে।
দক্ষিণ আমেরিকার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক রিপোর্টে বলেছে, যারা দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে, তাদের করোনাভাইরাসের সংক্রমণ ৫৭ শতাংশ কমেছে। ইনটেনসিভ কেয়ারে (আইসিইউ) ভর্তি ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে।
বৈজ্ঞানিক গবেষণা রিপোর্টে দেখা যায়, করোনার অন্যান্য ভ্যাকসিনের তুলনায় চীনের সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন ব্যাপকভাবে কার্যকর। এ ভ্যাকসিন চীন ছাড়াও আরো প্রায় দুই ডজন দেশে প্রয়োগ করা হচ্ছে। চিলি গত মাসে প্রাথমিক রিপোর্টে বলেছে, চীনের করোনাভ্যাক করোনা সংক্রমণ ৬৭ শতাংশ এবং মৃত্যু হার ৮০ শতাংশ রোধ করেছে।
ব্রাজিলে করোনাভ্যাকের পরীক্ষামূলক ট্রায়ালে দেখা গেছে, এ ভ্যাকসিন করোনা রোধে ৫০ শতাংশ কার্যকর। তবে তুরস্ক বলেছে, এটি ৮০ শতাংশের বেশি কার্যকর। উরুগুয়ে ১ মার্চ থেকে টিকাদান কার্যক্রম শুরু করেছে। দেশটি ৮০ শতাংশের বেশি করোনাভ্যাক ব্যবহার করেছে। সূত্র : মেডিক্যাল এক্সপ্রেস, ইকনোমিক টাইমস, ব্লুমবার্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।