মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনের হামাস ও ইসরাইলের মধ্যে আপাতত যুদ্ধবিরতি হলেও সীমান্ত বন্ধ রেখে গাজাবাসীর ওপর আগ্রাসন অব্যাহত রেখেছে তেল আবিব। সরাসরি বোমা দিয়ে না হলেও সীমান্ত বন্ধ রেখে সাধারণ ফিলিস্তিনিদের দমানোর চেষ্টায় ব্যস্ত ইসরাইল। নামমাত্র যুদ্ধবিরতি চুক্তির পর থেকে দুই দিনে নতুন করে কমপক্ষে ২৫০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইল। দেশটির পুলিশ বৃহস্পতিবার শেখ জাররাহ এলাকা থেকে এক নারী ফিলিস্তিনি সাংবাদিকসহ দুজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া ওয়াদি আরা ও কাফর মান্দায় হানা দেয় ইসরাইলি পুলিশ। সেখান থেকেও প্রায় ১২ জন যুবককে গ্রেপ্তার করেছে বলে জানায় সংবাদমাধ্যম দ্য নিউ আরাব। এ ছাড়া নেগেভ এবং উম্ম আল-ফাহমেও গ্রেপ্তারি অভিযান চালিয়েছে ইসরাইলি পুলিশ। বেশির ভাগ যুবককে লোদ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ওই শহর থেকে কমপক্ষে ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, দখলদার ইসরাইলি বাহিনী শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ কথা জানিয়েছে আল-আরাবি। মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বসতি বাড়ানোর প্রতিবাদে নাবলুসের দক্ষিণে বেইতা গ্রামে বিক্ষোভে অংশ নিয়েছিলেন ২৮ বছর বয়সী জাকারিয়া হামায়েল। এসময় তার বুকে তাজা বুলেট লাগে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত করছে। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বেইতার বাইরে জাবাল স্বেইহ পাহাড়ের পাদদেশে শত শত ফিলিস্তিনি বিক্ষোভ জানাতে জড়ো হয়। বসতি স্থাপনের জন্য এই জায়গা চিহ্নিত করেছে দখলদার ইসরাইল। এরই প্রতিবাদ জানাতে দলে দলে মানুষ রাস্তায় নেমে আসে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, এসময় জনতাকে লক্ষ্য করে তাজা বুলেট, রাবার-কোটেড মেটাল বুলেট এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় ২৩ জন আহত হয়। এর আগে মঙ্গলবার রামাল্লাহ’র কাছে আল-আমারি শরাণার্থী শিবিরে অভিযান চালিয়ে এক ফিলিস্তিনি যুবককে হত্যা করে ইসরাইলি বাহিনী। গাজায় ১১ দিন নির্বিচার আগ্রাসন চালানোর পর যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিম তীরে ব্যাপক ধারপাকড় করছে ইসরাইলি বাহিনী। ওয়াফা, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।