Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ভূমিকম্পের ঝাঁকুনিতে টনক নড়ছে সিসিকের

কাল থেকে অভিযান

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ৮:২৯ পিএম

সিলেট ভূমিকম্পের ‘ডেঞ্জার জোন’। এবিষয়ে বিজ্ঞরা একমত। তবে বিপর্যয় ঠেকাতে প্রস্তুতির বিকল্প নেই। সেই প্রস্তুতি প্রশ্নবিদ্ধ। তবে মজার ব্যাপার হলো, যখন ভূমিকম্প অনুভূত হয়, তখনই টনক নড়ে কর্তৃপক্ষের। ঘোষণা দেয়া হবে, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হবে, প্রতিরোধ ব্যবস্থা নেয়া হবে, প্রস্তুতি নেয়া হবে। কথার চলে কথার শেষ নেই। তারপর ফের যেই সেই। বিগত সময়ে নগরীর বেশকিছু ভবন কয়েকবছর আগ থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে রেখেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

আজ শনিবার নগরীতে মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে ৪ বার ভূমিকম্প অনুভূত হওয়ায় আবারো আলোচনায় এসেছে সিসিকের তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে। শনিবার বিকেলে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় সিসিকের আগাম এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক পরবর্তীতে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, কিছুক্ষণ পরপর ভূমিকম্প হয়েছে। সেটিকে এলারমিং হিসেবে নিয়েছি আমরা। এছাড়া তিনি বলেন, একটি টিম গঠন করেছি আমরা। ম্যাজিস্ট্রেট-পুলিশ নিয়ে ওই টিম কাল রবিবার সকাল থেকে নগরীর ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনা করা হবে। যেগুলো রিমোভ করা যায় সেগুলো করা হবে।

এসময় মেয়র আরো বলেন, যেসব জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকে না সেগুলো চিহ্নিত করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক সিসিকের কাউন্সিলর বলেন, ভূমিকম্প দেখে টনক নড়েছে সিসিকের, কয়েকদিন গেলে ফের যেই সেই হয়ে যাবে। বাস্তবে কিছুই হবে না। অতীত এর প্রমাণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ