Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরার মহম্মদপুরের নাগড়া ইবতেদায়ী মাদ্রাসা ৬০ বছরেও এমপিও হয়নি

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ১:২৭ পিএম

মাগুরার,মহম্মদপু‌র উপজেলার,দীঘা ইউনিয়‌নের নাগড়া বাজা‌রের স্বতন্ত্র ইব‌তেদ্বা‌য়ী মাদ্রাসার করুন অবস্থা বিরাজ করছে। মাদ্রা‌টির প্র‌তিষ্ঠার ৬০ বছর পে‌রি‌য়ে গে‌লেও মাদ্রা‌টির এমপিও ভু‌ক্তিকরন,‌শিক্ষক‌দের বেতন,অবকাঠা‌মোগত উন্নয়‌নের ব্যাপা‌রে কা‌রো‌ কোন মাথা ব্যাথা লক্ষ্য করা যায়‌নি।দীর্ঘ‌দিন ব্যাবহা‌রের পর মাদ্রা‌টি যখন ব্যাবহার অনুপ‌যো‌গি হ‌য়ে প‌ড়ে তখন এলাকাবাসীর সাহায্য সহ‌যো‌গিতার মাধ্য‌মে আবারও নতুন ক‌রে অবকাঠা‌মো নির্মান করা হয় এবং এভা‌বেই মাদ্রা‌সা‌টি শিক্ষাদান করে আসছে। ছাত্রছাত্রী‌দের ব্যাবহা‌রের জন্য নেই কোন টয়‌লেট,‌ নেই বিদ্যৎ সসংযোগ,পর্যাপ্ত চেয়ার,‌টে‌বিল,‌ বেঞ্চ, লাইব্রেরী। অথচ মাদ্রা‌টির র‌য়ে‌ছে খেলার মাঠ ও রে‌জি‌ষ্ট্রি করা জ‌মি।নাগড়ার সিরাজুল ইসলাম স্বেচ্ছাশ্রম ও বি‌ছিন্নভা‌বে কর্মরত স্বেচ্ছাশ্র‌মী শিক্ষক‌দের মাধ্য‌মে কোন রক‌মের মাদ্রা‌সা‌টি প‌রিচালনা ক‌রে আস‌ছেন। মাদ্রা‌সা‌টির এমপিও ভু‌ক্তিকরন ও স্বা‌র্বিক উন্নয়ন এখন নাগড়াবা‌সির সব‌চে‌য়ে বড় দা‌বি হ‌য়ে দা‌ড়ি‌য়ে‌ছে। এলাকাবাসী মাদ্রাসটির উন্নয়নে জন প্রতিনিধিদের সুদৃষ্টটি কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপিও


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ