Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপিও শিট না আসায় উৎসব ভাতা : পায়নি সহস্রাধিক শিক্ষক-কর্মচারী

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলা উপজেলার সহস্রাধিক বেসরকারি শিক্ষক ও কর্মচারী এবারের ঈদের উৎসব থেকে বঞ্চিত হচ্ছেন। গতকাল বৃহস্পতিবার ঈদ উৎসবের বোনাস উত্তোলনের শেষ দিন পর্যন্ত এমপিও শিট সোনালী ব্যাংক রায়েন্দা বাজার শাখায় না আসায় শিক্ষকরা বোনাসের টাকা উত্তোলন করতে পারছেন না। খোঁজ নিয়ে জানা যায়, বেসরকারি শিক্ষক কর্মচারীদের নতুন স্কেল অনুযায়ী উৎসব ভাতা উত্তোলনের শেষ দিন গতকাল বৃহস্পতিবার। সোনালী ব্যাংক রায়েন্দা বাজার শাখার ব্যবস্থাপক সুমন শীল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জানান, এমপিও শীট শাখায় আসেনি। আজ থেকে টানা ৯ দিন ব্যাংক ঈদের ছুটি থাকবে। এজন্য ঈদের পর ছাড়া উৎসব ভাতা প্রদান করা সম্ভব হচ্ছেনা। গতকাল বৃহস্পতিবার ব্যাংকে উৎসব ভাতা তুলতে এসে টাকা না পেয়ে বিষণœ মনে ফিরে অসংখ্য শিক্ষক। এর মধ্যে শিক্ষক আনিসুর রহমান, নাজমুনাহার বেগম, জাহাঙ্গীর হাওলাদার, মাওলানা ওবায়দুল হক, বাদশা মিয়াসহ অন্যান্যরা জানান, উৎসব ভাতা তুলতে এসে জানতে পারলাম ঈদের পর ছাড়া উৎসব ভাতা পাওয়া যাবেনা। অথচ পার্শ্ববর্তী জেলা ও উপজেলাগুলির শিক্ষকরা উৎসব ভাতা তুলতে পেরেছেন। শরণখোলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহম্মেদ ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীরা জুন মাসের বেতনসহ উৎসব ভাতা তুলেছেন। সেখানে বেতনতো দূরের কথা, ঈদের আগে বোনাস থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার সহস্রাধিক বে-সরকারি শিক্ষক ও কর্মচারী। এ ঘটনায় তারা বিস্মিত ও হতাশ হয়েছেন।



 

Show all comments
  • রাশেদুল আলম ২ এপ্রিল, ২০২২, ৪:১৪ এএম says : 0
    আমি,শুধু জাতীয়করণ করার পক্ষে জোরালে এবং সক্রিয় ভূমিকা পালনের আহবান করছি!
    Total Reply(0) Reply
  • রাশেদুল আলম ২ এপ্রিল, ২০২২, ৪:১৪ এএম says : 0
    আমি,শুধু জাতীয়করণ করার পক্ষে জোরালে এবং সক্রিয় ভূমিকা পালনের আহবান করছি!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপিও শিট না আসায় উৎসব ভাতা : পায়নি সহস্রাধিক শিক্ষক-কর্মচারী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ