বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর মিরপুরে সোহানা (৯) নামে এক শিশু মাথায় আঘাত পেয়ে মারা গেছে। এ ঘটনায় শিশুটির সৎ মা পারভীনকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১’র আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে। পল্লবী থানার ওসি মো. পারভেজ ইসলাম বলেন, সোহানা কয়েক মাস আগে গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল। সেই আঘাতের জায়গা থেকে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।
কিন্তু সোহানা আবার পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে, নাকি কেউ তাকে আঘাত করায় রক্তক্ষরণ হয়েছে তা আমরা জানার চেষ্টা করছি।
তিনি বলেন, এখনো বিষয়টি পরিষ্কার নয়। আমরা এ ঘটনায় সোহানার সৎ মা পারভীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।
তিনি আরও বলেন, নিহতের মামা অর্থাৎ সোহেলের প্রথম স্ত্রী কুলসুমের ভাই নূর হোসেন এটা হত্যাকাÐ বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। তার অভিযোগও আমরা খতিয়ে দেখছি। অভিযোগের সত্যতা পেলে পারভীনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।