বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চুরির পর গ্রেফতার এড়াতে মাথা ন্যাড়া করে বেশভূষা পাল্টে ফেলেন। এরপরও শেষ রক্ষা হয়নি। সিসিটিভি ফুটেছে ছবি দেখে তাকে পাকড়াও করে পুলিশ। প্রবাসীর বাসায় হানা দিয়ে নগদ ২১ লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কার লুটের ৯ দিন পর পুলিশের হাতে ধরা পড়ে চোর দলের নেতা এমরান হোসেন মানিক ওরফে ছোট মানিক (২৬)।
বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর তার বাসা থেকে নগদ টাকা এবং চুরির টাকায় কেনা একটি বাজাজ পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত বড় মানিকের আলফালাহ গলির বাসায় হানা দিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার বাসা থেকে চুরির টাকায় কেনা একটি নতুন এলইডি টিভি ও নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ১৮ মে রাতে চান্দগাঁও থানার খাজা রোড চুনারটাল চৌধুরী বাড়ী মেহেদী নবী ম্যানশনের ২য় তলায় ওমান প্রবাসী মোঃ নবী হোসেনের বাড়ীতে একটি ফ্লাটের দরজা ভেঙ্গে ২১ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরের দল। মামলার তদন্তকারী দল ক্লু খুঁজতে গিয়ে ঘটনাস্থলের পাশের বিল্ডিং থেকে একটি অস্পষ্ট সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। গ্রেফতার এড়ানোর কৌশল হিসেবে মানিক চুরি করার পরেই তার মাথা ন্যাড়া করে ফেলে।
কিন্তু মাথা ন্যাড়া করেও সে পুলিশের হাত থেকে রক্ষা পায়নি। চোরদলকে আশ্রয় ও ঘর ভাঙ্গার সরঞ্জান প্রদানকারী কামরুল ইসলাম ও তার স্ত্রী আরেফা বেগমকেও গ্রেফতার করা হয়। তাদের বাসা থেকে ভাগে পাওয়ায় চুরির ৫০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি আসামিদের গ্রেফতার এবং টাকা ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।