পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার ছাতা মসজিদ এলাকার মোশারফ হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোশারফ কাওরান বাজারে একটি অফিসে সহকারী হিসেবে কর্মরত ছিল। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার ব্রাহ্মণকচুরী গ্রামে।
নিহতের বাবা চুনু মিয়া জানান, আশিক নামে মোশারফের এক বন্ধু তার সাইকেল ও কিছু টাকা নিয়ে চলে যায়। এ নিয়ে তার মা তাকে বকাঝকা করে। পরে অভিমান করে বাসার রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে ডাকাডাকি করলেও সাড়া দেওয়ায় তার মা ফাঁকা দিয়ে দেখতে পায় মোশারফ ফ্যানের সঙ্গে ঝুলছে। তার মায়ের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে টিন কেটে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমরা বর্তমানে হাজারীবাগের রায়েরবাজার ছাতা মসজিদ এলাকায় একটি টিনশেড বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকি। দুই ভাইয়ে মধ্যে সে ছিল বড়।
এদিকে, রাজধানীর খিলক্ষেত এলাকায় সড়ক দুঘর্টনায় ট্রাক চালক ও হেলপার আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, পূর্বাচল ৩০০ ফিট থেকে একটি ড্রাম ট্রাক গাজীপুর যাওয়ার পথে ঢাকা এয়ারপোর্ট রোডে খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে ড্রাম ট্রাকটি দুর্ঘটনা ঘটে। ড্রাইভার এবং হেলপার আহত হয়। হেলপার মো. আরিফ হোসেন ড্রাম ট্রাকটিতে আটকা পড়ে। সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম অত্যাধনিক যন্ত্র ব্যবহার করে আহত অবস্থায় মো. আরিফ হোসেনকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।