বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পতেঙ্গা সৈকতে হাজারে মানুষ। শুক্রবার দুপুরের পর থেকে সৈকতে আসতে থাকে নারী পুরুষসহ সব বয়সের মানুষ। বিকেল নাগাদ সৈকত এবং আশপাশের আউটার রিং রোডে মানুষের ঢল দেখা যায়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত এপ্রিলের শুরুতে এসব পর্যটন এলাকা বন্ধ ঘোষণা করা হয়। তবে সে ঘোষণা মানা হচ্ছে না।
লোকজন বলছেন, পার্ক বন্ধ থাকায় ছুটির দিনে বেড়ানোর কোন জায়গা নেই। আর তাই তারা বাধ্য হয়ে সৈকতে এসেছেন। খোলা আকাশের নীচে তারা ঘুরে বেড়াচ্ছেন। অনেকে মুখে মাস্ক পরলেও বেশির ভাগের ছিলো না। স্বাস্থ্যবিধি মানার বালাই দেখা যায়নি। নগরীর কর্ণফুলী সেতু, মেরিনার্স রোড, বায়েজিদ এলাকার বাইপাস সড়কেও মানুষের ভিড় দেখা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।