বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের বিভিন্ন স্থানে সড়কে দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ভোলায় বাস চাপায় অটোরিকশার তিন যাত্রী, চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় স্কুলশিক্ষক, পঞ্চগড়ে এক মাদরাসা শিক্ষক, সিরাজগঞ্জে বিএডিসি’র একজন প্রকৌশলী ও লক্ষ্মীপুরে একজন।
ভোলা : ভোলার ঘূইংগারহাট এলাকায় বাসচাপায় দুই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাচঁ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, সোহাগ (৩৫), আজিজ (৩০) ও সিরাজ (২৫)। তারা সদর উপজেলার কমরদ্দি ও উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা। আহতদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছ। স্থানীয়রা জানান, ভোলা থেকে চরফ্যাশনগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা দু’টি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই অটোরিকশার তিন যাত্রী মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রেখেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া বাজারে দ্রæতগামী ট্রাক চাপায় একই এলাকার মল্লিকপাড়ার শহর আলী মোল্লার ছেলে ও আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর মান্নান খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহমত উল্লাহ (৪৫) নিহত হয়েছেন। গতকাল বেলা ১টার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ল²ীপুর : ল²ীপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ-তেওয়ারীগঞ্জ সড়কের স্টিলের পুল এলাকায় গতকাল দুপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুস সাত্তার (৪৭) নিহত হয়েছে। ঘটনার পরপরই সড়কের তিনটি গুরুত্বপূর্ণ মোড়ে অবরোধ করে বিক্ষুব্ধরা।
নিহত সাত্তার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি একই ইউনিয়নের ৫ ওয়ার্ডের ওএমএসের (১০ টাকা কেজি চাল) ডিলার। তিনি একই ইউনিয়নের শহর কসবা গ্রামের বাসিন্দা।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরের নগরবাড়ী- বগুড়া মহাসড়কের যুগ্নিদহ এলাকায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা গেলন বিএডিসির প্রজেক্ট ডিরেক্টর সাজ্জাদ হোসেন । গাড়িতে থাকা বিএডিসি’র একজন প্রকৌশলী ও গাড়ী চালক আহত ।
বিমান বাহিনী প্রধান
মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল বিকেল ৪টার দিকে সদর উপজেলার দীঘিরপাড়-সিপাহীপাড়া সড়কের আলদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান (২৬) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। গত বুধবার রাতে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়াগছ এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আনিছুর রহমান একই ইউনিয়নের চুচচুরিয়াগছ এলাকার আজিজুল হকের ছেলে এবং হাওয়াজোত কওমী মাদরাসার সহকারী শিক্ষক ও সিপাইপাড়া জামে মসজিদের ইমাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।