Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ১২:০১ এএম

দীর্ঘ প্রায় ১৪ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। গত বছরের ১৭ মার্চ থেকে এই ছুটি দফায় দফায় বাড়িয়ে আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে গত বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে আগামী ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করার পর বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে আগামী ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খোলা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। একইসাথে করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে পূর্বের বন্ধের ধারাবাহিকতায় আগামী ১২ জুন পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীগণ নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন এবং টেলিভিশন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত থাকবেন। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধকালীন শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকগণ নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ২৮ মে, ২০২১, ১:১৭ এএম says : 0
    টিকা কবে আসবে সেইটার জন্য অপেক্ষা করার দরকার নাই। যে সময় আসবে ক্লাস রুমে গিয়ে হাসপাতাল নিয়ে এসে টিকা দেওয়া যাবে। টিকা এক বসর আসবে না ছাত্র ছাত্রী এক বসর বসে থাকবে না কি।তাহা হতে পারে না। পয়োজন সকাল বিকাল অর্ধেক করে ক্লাস আরম্ভ করা হউক।
    Total Reply(0) Reply
  • Jaber Hossain Jaber ২৮ মে, ২০২১, ৩:৫৯ এএম says : 0
    অনতিবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক সরকার যদি এ ব্যাপারে টালবাহানা করে তাহলে ইশা ছাত্র আন্দোলনের প্রতি আহ্বান থাকবে এদেশের ছাত্রজনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকারকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বাধ্য করা
    Total Reply(0) Reply
  • JD Khan ২৮ মে, ২০২১, ৪:০১ এএম says : 0
    শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নাটক বন্ধ করুন যে অজুহাতে শিক্ষা প্রতিস্ঠান বন্ধ রাখা হয়েছে তা নিতান্তই ফাইজলামী ছাড়া কিছুই নয়। দেশের সকল প্রতিষ্ঠান স্বাভাবিক চললেও শিক্ষা প্রতিস্ঠান বন্ধ দুই বছর পূর্ণ হতে চলছে যা এই জাতির জন্য নি:সন্দেহে অসনিসংকেত???? মানণীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ আপনি দয়াকরে পরিক্ষামূলক বোরকা পরে হাটে বাজারে যাএীবাহী বাসে শপিংমলে ঘুরে আসুন শিক্ষার্থীরা কি ঘরে বসে আছেন নাকি তাদের মা বাবা ভাইবোনদের সাথে দৈনন্দিন প্রয়োজনে স্বাভাবিক চলাফেরা চালিয়ে যাচ্ছেন? মানণীয় প্রধানমন্ত্রী কেউ ঘরে বসে নেই শিক্ষা ছাড়া পড়াশুনা ছাড়া সবাই তার প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছেন বাহিরে যাচ্ছেন স্বজনদের বাড়িতে যাচ্ছেন পিকনিক করছেন শপিংমলে কেনাকাটা করছেন। তাই বিনীত অনুরোধ মানণীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষা প্রতিস্ঠান খুলে দিন যদিও প্রয়োজন নেই তারপরও অনুরোধ প্রয়োজনে স্বাস্হ্যবিধি মেনে প্রতিদিন দুই ক্লাস নিন।।
    Total Reply(0) Reply
  • Ayesha Bithi ২৮ মে, ২০২১, ৪:০২ এএম says : 0
    শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ সময় বন্ধ রাখার ফলে শিক্ষার্থীদের পড়াশোনা প্রতি আগ্রহ কমে গেছে,বাহিরে আড্ডা দেয়া, দলবেঁধে মোবাইল চালানো এসব বেড়ে গেছে,অভিভাবকরা কতক্ষণ আটকিয়ে রাখবে পাড়ছে না বাড়িতে আটকিয়ে রাখতে,তাই যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, লেখাপড়ায় সময় দিলে অন্যদিকে তাড়া সময় দিতে পাড়বে না
    Total Reply(0) Reply
  • Sonya Afrin Shanta ২৮ মে, ২০২১, ৪:০২ এএম says : 0
    শিক্ষা যদি সত্যি জাতির মেরুদণ্ড হয়,,,, তবে দয়াকরে সেই মেরুদন্ড গুলো ভেঙ্গে যেতে দিবেন না,,, কারণ আমাদের এই ছোট্ট শিশু গুলো আগামী দিনের ভবিষ্যৎ,,, তাই আমাদের ছোট্ট সোনামণিদের কথা ভেবে স্কুল গুলো সীমিত আকারে খুলে দিন আর সবাই যাতে স্বাস্থবীধি মেনে চলে সেই বেপারে কঠোর ব্যবস্থা নিন,,, তাই আবারও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ ভাবে অনুরোধ স্কুল গুলো খুলে দিন আমাদের ছোট্ট সোনামণিদের কথা ভেবে।
    Total Reply(0) Reply
  • সুইটি বিনতে জিয়া ২৮ মে, ২০২১, ৪:০৩ এএম says : 0
    স্কুল কলেজ ছাড়া বাকি সব জায়গায় করোনা পরিস্থিতি স্বাভাবিক আছে।শপিং মল হাটবাজার ব্যবসা বানিজ্য সব চলছে।সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে এদেশের কি উন্নতি করতে চায়? শিক্ষা প্রতিষ্ঠান খুলতে সরকারের এতো অজুহাত কেন
    Total Reply(0) Reply
  • মোঃ+দুলাল+মিয়া ২৮ মে, ২০২১, ৪:২৯ এএম says : 0
    শিক্ষাপ্রতিষ্ঠানে ইনকাম হবে না এই জন্যই বন্ধ করে রেখেছে,অন্যান্য গুলিতে ইনকাম আছে,যেমন বর্তমানে দেখেন সাংবাদিক রোজিনা বেপারটা সে খানে কোটি কোটি টাকা সাপের পোটের মধ্যে চলে যায়,শিক্ষা ক্ষাতে বাজেট নেই,যেখানে পোট বরে কোটি কোটি টাকা আত্মসাত করতে পারবে সেখানেই মিলিয়ন বিলিয়ন বাজেট,এখন বলতেছে টিকা না আসা পযন্ত ইউনিভার্সিটি খুলবে না,যতে সব পাগলামি এই গুলো চলবেনা এক সাথে সব খুলে দিতে হবে,টিকা যে সময় আসবে টিকা দিতে পারবে,ছাত্র ছাত্রীরা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেড়ে ভারতে চলে যাবে না কি,যতে সব পাগলামি স্কুল কলেজ ইউনিভার্সিটির সকাল বিকাল ক্লাস আরম্ভ করা হউক,তাতেও যদি সমস্যা হয়ে থাকে,এক দিনে অর্ধেক অন্য দিন বাকি গুলি কে অথবা দুই দিন পর পর ক্লাস শুরু করে ক্লাস আরম্ভ করা হউক,
    Total Reply(0) Reply
  • ওমর ফারুক ২৮ মে, ২০২১, ৫:৫৩ এএম says : 0
    টাকার নামেে টালবাহানা করবেন না ।
    Total Reply(0) Reply
  • এবাদুল হক বাদল ২৮ মে, ২০২১, ৭:৩৮ এএম says : 0
    খুলে দেওয়া হোক সব শিক্ষা প্রতিষ্ঠান।
    Total Reply(0) Reply
  • Abdul Ahad Imran ২৮ মে, ২০২১, ২:৪৭ পিএম says : 0
    শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শুধু ছাত্র-ছাত্রীদের ক্ষতির মধ্যে পড়তে হয়েছে বিষয়টা তা নয়। আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কী কী ক্ষতি হচ্ছে?যদিও শিক্ষামন্ত্রীর এবং শিক্ষা সচিবের কোন মাথা ব্যথা না। সংবাদ-সম্মেলনে আসে তারপর কিছু কথা বলে তাদের সীমিত দায়িত্বের সীমানা শেষ করে। আসলে তারা শিক্ষামন্ত্রী নয় স্বার্থমন্ত্রী। আসলে এসব আত্নচিন্তিত ব্যক্তি সম্পর্কে কী বলব ভাষা খুজে পাচ্ছি না। তবে সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অন্যতম ক্ষতি হচ্ছে তার সম্পর্কে একটু বলতে চেষ্টা করতেছি- বর্তমানে যে ক্ষতি হচ্ছে তা মূলত ৩ প্রকার- ক.পারিবারিক খ. সামাজিক ৩. রাষ্ট্রীয় পারিবারিক: ১. একটা সন্তান নষ্ট হওয়ার পিছনে দায়ি হচ্ছে পরিবেশ। আর পরিবেশটা নষ্ট হচ্ছে সঠিক জ্ঞানের অভাবে। পরিবারের ছেলে-মেয়েরা সারাদিন PUBG, FREE FIRE,Bus simulator যত online গেইম আছে সকল কিছু সাথে জড়িত। যে ছেলে সারাদিন পড়াশোনা নিয়ে থাকত সে এখন গেমিং নিয়ে ব্যস্ত। গেমিং এ Addicted যার কারণে তাঁর মস্তিষ্ক আস্তে আস্তে বিকল হয়ে যাচ্ছে। ২. যে প্রতিদিন পড়াশোনায় ব্যস্ত থাকতো সে এখন খারাপ বন্ধুদের সাথে মিশে আড্ডাবাজিতে ব্যস্ত। ৩. এভাবে বিভিন্ন নেশাযুক্ত কাজে যুক্ত হয়ে গেছে। সামাজিক: ১. যে সন্তান সমাজে কল্যাণ কাজে করত সে এখন চুরি-ডাকাতির, ইভটিজিং, মারামারি তে যুক্ত। যা তার কাছে কাম্য ছিল না। ২. বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত হয়েছে। যা খারাপ পরিবেশ সৃষ্টিতে পরিচায়ক। রাষ্ট্রীয়: ১.আমরা জানি শিশুরা আগামী দিনের দেশের কর্ণধার। পড়াশোনা ক্ষতির হওয়ার কারণে সে স্বশিক্ষিত হতে পারছে না। ২. ‘শিক্ষা জাতির মেরুদণ্ড ’ এ বিষয়টি সবাই জানে। কিন্তু সুশিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে জাতির মেরুদণ্ড ভেঙ্গে অনেক আগে চুর-মার হয়ে গেল। এভাবে প্রতিটা পরিবার, সমাজ,রাষ্ট্র শেষ নিমিশেষ হয়ে যাচ্ছে। আসল কথা এসব কথা লিখে শেষ করা যাবে না।
    Total Reply(0) Reply
  • Monir ২৯ মে, ২০২১, ৭:০৫ এএম says : 0
    করুনার খোরা অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের ফেলেছে হুমকির মুখে। যেখানে শিক্ষার্থীদের কাছে থাকার কথা ছিল বইখাতা এখন দেখা যায় ফ্রিফায়ায,পাপজি এর মত মারাত্মক গেমসে যার মাধ্যমে প্রান ও চলেযায়। তাই মাননীয় মন্ত্রী মহাদেয়ের নিকট আবেদন অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বেবস্থা করা
    Total Reply(0) Reply
  • Monir ২৯ মে, ২০২১, ৭:০৬ এএম says : 0
    করুনার খোরা অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের ফেলেছে হুমকির মুখে। যেখানে শিক্ষার্থীদের কাছে থাকার কথা ছিল বইখাতা এখন দেখা যায় ফ্রিফায়ায,পাপজি এর মত মারাত্মক গেমসে যার মাধ্যমে প্রান ও চলেযায়। তাই মাননীয় মন্ত্রী মহাদেয়ের নিকট আবেদন অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বেবস্থা করা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষাপ্রতিষ্ঠান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ