Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় পুরুষদের মৃত্যুহার কেন বেশি?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় মহিলাদের তুলনায় পুরুষ বেশি। বিষয়টি বিজ্ঞানীদের নজরে আসার পর থেকেই তারা এর কারণ খুঁজতে গবেষণা শুরু করেছিলেন। এবার গবেষণায় বেরিয়েছে চাঞ্চল্যকর তথ্য। সেক্স হরমোন টেস্টোস্টেরনের জন্য এই ভাইরাসে মহিলাদের চেয়ে বেশি কাবু করছে পুরুষদের।
সম্প্রতি ওয়াশিংটন ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের গবেষক সেন্ট লুইস দাবি করেছেন, পুরুষদের শরীরে যৌন হরমোন অর্থাৎ টেস্টোস্টেররন কম থাকলে জটিলতা বাড়ছে আক্রান্তের। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রফেসর অভিনব দিওয়ান জানান, করোনা সংক্রমণের সময় মনে করা হচ্ছিল দেহে টেস্টোস্টেরনের উপস্থিতি ক্ষতি করতে পারে আক্রান্তের। কিন্তু গবেষণায় পাওয়া গেছে পুরুষদের জন্য এই বক্তব্য সম্পূর্ণ উল্টো।

করোনা আক্রান্ত যে সমস্ত ব্যক্তিদের দেহে টেস্টোস্টেরনের মাত্রা কম তাদের শরীরে আরও শক্তভাবে বসছে করোনা। তুলনায় যাদের শরীরে এই সেক্স হরমোনের পরিমাণ বেশি থাকে, করোনা সেভাবে তাদের দেহে কোনও প্রভাব বিস্তার করতে পারে না।
এই যুক্তি প্রমাণের জন্য সেন্ট লুইসের বার্নিস এবং জইশ হাসপাতালের কোভিড রোগীদের মধ্যে ৯০ জন পুরুষ এবং ৬২ জন মহিলার রক্তের নমুনা সংগ্রহ করা হয়। রক্তে উপস্থিত হরমোনের মাত্রাও মেপে দেখা হয়। প্রথমবার রক্তে নমুনা সংগ্রহের ৩, ৭, ১৪ এবং ২৮ দিন পর গবেষকরা পুনরায় তাদের রক্ত সংগ্রহ করে দেহে উপস্থিত হরমোনের মাত্রা খতিয়ে দেখেন।
পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র টেস্টোস্টেরনের উপস্থিতিই করোনার সঙ্গে সম্পর্কযুক্ত, গবেষণায় উঠে আসে এমনটাই। দেখা যায় অল্প উপসর্গ বিশিষ্ট পুরুষদের শরীরে গড়ে ১৫১ ন্যানোগ্রাম টেস্টোস্টেরন রয়েছে। এদিকে গুরুতর অসুস্থ পুরুষ কোভিড রোগীদের ক্ষেত্রে পরিমানটা ৪৫ ন্যানোগ্রাম। দেহে টেস্টোস্টেরনের মাত্রা কম থাকলে আক্রান্তকে ভেন্টিলেটরে রাখার প্রবণতা বাড়ে গবেষণায় উঠে এসেছে এমনটাই।

করোনার ক্ষেত্রেই নয়, পুরুষ দেহে টেস্টোস্টেনের অনুপস্থিতি একাধিক রোগে ভোগাতে পারে সংশ্লিষ্ট ব্যক্তিকে। গবেষকদের তথ্য অনুযায়ী, করোনার শুরু থেকে এখনও পর্যন্ত মহিলাদের থেকে পুরুষদের জন্য ঘাতক হয়ে উঠেছে এই ভাইরাস।

গত বছর নেচার জার্নাল পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, মহিলাদের তুলনায় পুরুষদের তিনগুন বেশি কাবু করে করোনা। গবেষণা বলছে, বেশিরভাগক্ষেত্রে পুরুষদের শরীরে করোনা ঘাতক হয়ে ওঠার কারণ টেস্টোস্টেরন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ