Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিউ বেশি হলেই নাটক ভাল তা মনে করার কারণ নেই : তানিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ১২:০২ এএম

ইউটিউবে যেসব অভিনয় শিল্পীদের ভিউ বেশি তাদের নিয়ে নির্মাতাদের মধ্যে কাজ করার প্রবণতা বেশি। এ নিয়ে নিজের অভিমত ব্যক্ত করে সিনিয়র অভিনেত্রী তানিয়া বলেন, জনপ্রিয়তা আর কোয়ালিটি কখনো এক হতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সময়ে অনেক শিল্পীর ফলোয়ার বেশি। একইসঙ্গে তাদের নাটকেরও ভিউ বেশি হচ্ছে। তবে তাদের মানসম্পন্ন নাটকের সংখ্যা কম। ভিউ বেশি মানে ভাল নাটক এমন মনে করার কারণ নেই। আমি অনেক নাটক দেখি। ১৫টি নাটক দেখলে ১০টি নাটক একইরকম মনে হয়। একটি নাটক থেকে অন্য নাটকটিকে আলাদা করতে পারি না। তবে এটি সত্যি, এই সময়ে বেশ কজন শিল্পী ভালো অভিনয় জানেন। তাদের উচিত মানস¤পন্ন কাজের দিকে মনোযোগী হওয়া। তানিয়া বলেন, এখন অনেকে নির্মাতা হয়ে ওঠার আগেই যে শিল্পীর ভিউ বেশি তাদের ওপর ভর করে কাজ শুরু করেন। ফলে এই নির্মাতারা ভিউওয়ালা শিল্পীর বাইরে কাজ করতে সাহস পায় না। আমি এমনও জানি, অনেক নির্মাতা স্ক্রিপ্ট দেন না। ¯পটে শিল্পীরা নিজ থেকে সংলাপ দেয়। শিল্পীরা নিজেরাই সংলাপ তৈরী করলে পরিচালকের দরকার কি? তানিয়া বলেন, আমি একথাও জানি, এই সময়ের অনেক শিল্পী নির্মাতাদের ফোন রিসিভ করে না ঠিক মতো। এটা প্রকৃত শিল্পীর পরিচয় নয়। যারা কাজ ভালোবাসে, দীর্ঘ সময় টিকে থাকতে চায় তারা কখনো এমন আচরণ করে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তানিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ