Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে ৪ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ৭:১৬ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় ছাড়পত্র না থাকায় সাতকানিয়ার ৪টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। ইটভাটাগুলো হলো- সাঙ্গু ব্রিক্স, হজরত মুল্লুত শাহ মুহুরী (র.) ব্রিক্স, সেভেন স্টার ব্রিক্স ও চট্টগ্রাম ব্রিক্স।

বৃহস্পতিবার অধিদফতরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মফিদুল আলম জানান, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ অনুযায়ী চারটি ইটভাটাকে ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।

ইটভাটা পরিচালনায় পরিবেশগত ও অবস্থানগত দুই ধরনের ছাড়পত্র নিতে হয়। এ চার ইটভাটার একটি ছাড়পত্র ছিল না।

এছাড়া খাগড়াছড়ি সদরের মেসার্স হোটেল শৈল সুবর্ণা ও ফেনী সদরের মেসার্স করিম টাওয়ারকে শর্তভঙ্গ করায় ১০ হাজার টাকা করে ক্ষতিপ‚রণ আরোপ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ