Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ইংল্যান্ডে করোনার টিকা নেওয়া প্রথম ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ২:১৭ পিএম

যুক্তরাজ্যে করোনার টিকা নেওয়া প্রথম পুরুষ উইলয়াম শেকসপিয়র মারা গেছেন। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে কয়েক মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। গতবছর স্ট্রোক করার পর ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন শেকসপিয়র।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। গত বছর ৮ ডিসেম্বর মধ্য ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার প্রথম ডোজ নেন তিনি। বিবিসি ও নিউইয়র্ক টাইমস এমন খবর দিয়েছে।
অনুমোদন পাওয়ার পর যুক্তরাজ্যেই প্রথম এ টিকা দেওয়া হয়। শেকসপিয়রের আগে প্রথম নারী হিসেবে এ টিকা পেয়েছিলেন ৯০ বছর বয়সী মার্গারেট কিনান।
শেসপিয়রের স্ত্রী জয় বলেন, করোনাভাইরাসের টিকা পাওয়া প্রথম ব্যক্তিদের একজন হতে পেরে তার স্বামী খুবই কৃতজ্ঞ ছিলেন।
তিনি বলেন, এটা ছিল এমন এক বিষয়, যা নিয়ে তিনি গর্ববোধ করতেন। সংবাদমাধ্যমের খবর দেখে তিনি ভাবতেন, এটা হয়ত অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
এক সময় রোলস-রয়েসে চাকরি করতেন আধুনিককালের এই শেকসপিয়র। তিনি ছিলেন শৌখিন চিত্রগ্রাহক ও জ্যাজ সঙ্গীতের ভক্ত। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ