Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে কুখ্যাত আসামী মফিজুল গ্রেপ্তার

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:৪৭ পিএম

কুড়িগ্রামে কুখ্যাত মাদক ব্যবসায়ী, গণর্ধষণ ও জোড়া খুনের আসামী মফিজুল ইসলাম (৩৮) ও তার সহযোগি মেজবাকে (৩৪) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) মাঝরাতে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামী মফিজুলের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, বুধবার মাঝরাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই আমিনুল ইসলাম, এসআই আহসান, এএসআই মিল্টন ও এএসআই নুর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণ এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মফিজুল ওরফে মোখলেস ওরফে চেয়ারম্যান এবং তার সহযোগী আবু তাহের মেজবাকে মাদকসহ গ্রেপ্তার করে। আসামী মফিজুল সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের সরাভোগরাম এলাকার আব্দুল জব্বারের পূত্র। অপরদিকে আসামী মেজবা একই উপজেলার মোগলবাসা ইউনিয়নের সেনেরখামার গ্রামের মৃত: কফিল উদ্দিনের পূত্র। মফিজুলের বিরুদ্ধে মাদক ব্যবসা, গণধর্ষন ও জোড়া খুনসহ ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় আসামীদের কাছে সংরক্ষিত হেরোইন, হেরোইন মাপার ডিজিটাল মেশিন ও একটি মোটর সাইকেলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামী মফিজুল শহরের কেতার মোড়ে রেল ব্রীজ সংলগ্ন সেচপাম্পের কাছে চাঞ্চল্যকর কিশোর-কিশোরী হত্যা ও গণধর্ষণ মামলার একজন চিহ্নিত আসামী।
পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। এ ব্যাপারে পুলিশ কঠোর ভূমিকা পালন করছে। মাদক ব্যবসায়ীদের প্রতি কোন ছাড় নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ