মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিমবঙ্গ রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত কয়েক দিন ধরেই করোনায় দৈনিক সংক্রমণে নিম্নগামী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল রাজ্যের বিভিন্ন জেলায়, বুধবারও তা অব্যাহত ছিল।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের বুলেটিন অনুযায়ী, বুধবার রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২২৫ জন। গত কয়েক সপ্তাহে এই প্রথমবারের মতো দৈনিক আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের নিচে নেমেছে এই দিন।
দৈনিক সংক্রমণে শীর্ষে আছে উত্তর ২৪ পরগনা জেলা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। এর পরই আছে কলকাতা। সেখানে বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭৮ জন।
এদিকে বুধবার পশ্চিমবঙ্গে করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ১৯ হাজার ৭১ জন। বেড়েছে সুস্থতার হারও। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৯ দশমিক ৫২ শতাংশ।
স্বাস্থ্য বিভাগের বুলেটিনে আরও বলা হয়, বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৩৭৭ জন।
তবে সংক্রমণের হার কিছুটা কমলেও করোনায় মৃত্যুহার এখনো কমেনি পশ্চিমবঙ্গে। বুধবার সেখানে করোনায় মারা গেছেন ১৫৩ জন। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনায় পশ্চিমবঙ্গে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮২৭ জনের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।