বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে পুকুর ও নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। জেলার বাঁশখালী উপজেলায় খেলতে খেলতে পুকুরে পড়ে মারা গেছে দুই শিশু। রাউজানে কর্ণফুলী নদীতে ডুবে মারা গেছে আরো একজন। বাঁশখালীতে পুকুরে ডুবে নিহত দুই শিশু হলো- উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল গ্রামের মোহাম্মদ জহিরের ছেলে তারেক মনোয়ার জাহেদ (৬) ও গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনার মো. আলমগীরের মেয়ে ইলমা আক্তার (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার
পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকার সুযোগে শিশু দুইটি খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জিহান নুর জানান, প্রথমে তারেক মনোয়ার জাহেদ নামে ৬ বছরের শিশুটিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় ইলমা নামের আরেকটি ৩ বছরের শিশুকে নিয়ে আসে পরিবারের লোকজন। আনার আগে তারও মৃত্যু হয়।
এদিকে কর্ণফুলীতে ডুবে যাওয়ার সাড়ে ৪ ঘণ্টা পর রাউজানে পাপন নাথ (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঁচখাইন গ্রামের নাথপাড়া এলাকার মন্টু নাথের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।