Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুতিন-বাইডেন বৈঠক জেনেভায় ১৬ জুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:০১ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যকার দীর্ঘ প্রতীক্ষিত বৈঠক আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার হোয়াইট হাউজ ও ক্রেমলিনের পক্ষ থেকে এই বৈঠকের ঘোষণা দেওয়া হয়েছে। গত জানুয়ারিতে বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই হবে দুই নেতার প্রথম বৈঠক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের স্থিতিশীলতা আমরা নিশ্চিত করতে চাই। আর সেই কারণে দুই নেতা গুরুত্বপূর্ণ সব ইস্যুতেই আলোচনা করবেন।’ পরে তিনি সাংবাদিকদের আরও বলেন, বাণিজ্যিক বিমান অবতরণ করিয়ে বেলারুসের এক ভিন্নমতালম্বী সাংবাদিককে আটকের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনার পরিকল্পনা বাইডেনের রয়েছে। তবে এই ঘটনায় রাশিয়ার কোনও সংশ্লিষ্টতা আছে বলে তারা বিশ্বাস করেন না বলে জানান পিসাকি। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত পারমাণবিক স্থিতিশীলতা সংক্রান্ত সমস্যা, করোনা মহামারি মোকাবিলা সংক্রান্ত সহযোগিতা এবং আঞ্চলিক সংঘাতের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এর আগে বাইডেন জানিয়েছিলেন তিনি পুতিনের সঙ্গে আলোচনায় মার্কিন নির্বাচনের রাশিয়ার হস্তক্ষেপের চেষ্টা বন্ধ করতে বলবেন। এছাড়া মার্কিন নেটওয়ার্কে রাশিয়া থেকে চালানো সাইবার হামলা বন্ধ, ইউক্রেনের সার্বভৌমত্বে রুশ হুমকি এবং ক্রেমলিনের সমালোচক আলেক্সাই নাভালনিকে মুক্তি দিতে বলবেন। আল-জাজিরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ