Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্বল হচ্ছে ‘ইয়াস’ বৃষ্টিপাতের আভাস

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:০১ এএম

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ অতিক্রমের সাথে হিমেল দমকা ও ঝড়ো হাওয়ার প্রভাবে গতকাল সারাদেশে তাপমাত্রার পারদ সহনীয় নিচে নেমে আসে। তবে শুধু সিলেটে এখনো ভ্যাপসা গরম কাটেনি। গতকাল সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ, কোথাও কোথাও ভারীবৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় বগুড়ায় ৫৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার পারদ সর্বোচ্চ ৩০ ও সর্বনিম্ন ২৭ ডিগ্রিতে নেমে আসে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, সবক’টি বিভাগের অধিকাংশ কিংবা অনেক স্থানে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি-বজ্রবৃষ্টির প্রবণতা হ্রাস এবং তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল বিকেলে ভারতের উত্তর ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এটি আরো উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমেই দুর্বল হয়ে পড়বে।

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যেও আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বায়ুচাপ আধিক্য ও ভরা পূর্ণিমার প্রভাবে দেশের উপকূলীয় জেলাসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক সামুদ্রিক জোয়ারের তুলনায় ৩ থেকে ৬ ফুট অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে। তাছাড়া এসব এলাকায় ভারী বর্ষণ এবং ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড়

২৬ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ