বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সমুদ্রের জোয়ারে দ্বীপবেষ্টিত হাতিয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর প্রভাবে মেঘনায় স্বাভাবিক জোয়ারের চাইতে ৬/৭ ফুট বেশী পানি প্রবাহিত হচ্ছে। এতে করে নিঝুমদ্বীপের দশ সহস্রাধিক হরিণ পানিবন্দি রয়েছে।
গত দুইদিনের প্রবল জোয়ারে নিঝুমদ্বীপের অভ্যন্তরীণ খালগুলো ভেসে গেছে। এতে হরিণের আশ্রয়স্থল গভীর বনাঞ্চল এলাকায় কয়েক হাজার হরিণ জলবন্দি অবস্থায় রয়েছে।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মো, ইমরান হোসেন জানান, হরিণ রক্ষায় বনবিভাগকে সতর্ক করা হয়েছে। নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণদাস জানান, নিঝুমদ্বীপের হরিণগুলো নিরাপদে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। কোন প্রাণহানি ঘটেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।