Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ইয়াবাসহ ট্রাক চালক ও তার সহকারী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ৮:১৫ পিএম

নগরীর কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা থেকে ২৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। তারা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার পূর্ব মরিচ্যাপালংয়ের মীর আহম্মেদের ছেলে ট্রাকচালক সৈয়দ নূর (২৮) ও একই থানার পশ্চিম মরিচ্যার মো. আব্দুল মালেকের ছেলে চালকের সহকারী ইমরান সাদেক (২৫)। ট্রাকটি জব্দ করা হয়েছে।

বুধবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীদের কাছে বিক্রি করে আসছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ