বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় আক্রান্ত হয়ে সিলেটে মৃত্যু হয়েছে আরও ১ জনের। একই সাথে আক্রান্ত হয়েছেন ৮৫ জন। ওই সময়ে চিকিৎসায় সুস্থ হয়েছেন ১৩৪ জন। আজ বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় আরও ৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন সিলেটে। তারমধ্যে সিলেট ৬০ জন, সুনামগঞ্জে ১ জন, মৌলভীবাজারে ৩ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯ জন। নতুন করে আক্রান্তদের নিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৫৯ জন সিলেট বিভাগে। এরমধ্যে সিলেট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৩৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৯২ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৮৫ জন ও ২ হাজার ৪৪৫ জন মৌলভীবাজারে।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩৪ জন। এরমধ্যে সিলেটের ৫২ জন, সুনামগঞ্জে ১১ জন, হবিগঞ্জের ৫৩ জন ও আরও ১৮ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৯৮৫ জন। এর মধ্যে সিলেট ১৩ হাজার ৯০১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৫ জন ও ২ হাজার ৩১৫ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে। এদিকে সিলেট বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা আক্রান্ত রোগী। বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৮ জন। এরমধ্যে সিলেট ১৯৪ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৩ জন, আরও ৬ জন মৌলভীবাজারে।
গত ২৪ ঘন্টায় বিভাগে মৃত্যু একজনের বাড়ি সুনামগঞ্জের। এ পর্যন্ত বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯৪ জনে। এরমধ্যে সিলেট ৩১৬ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও ৩০ জন রয়েছেন মৌলভীবাজারের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।