বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মহানগরীর খালিশপুরে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। গেল রাতের এ ঘটনায় আজ বুধবার সকালে তিনি ৪ জনকে আসামি করে খালিশপুর থানায় মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার (২৫ মে) রাত ১০টার দিকে খালিশপুর নিউমার্কেট এলাকার একটি পরিত্যক্ত ঘরে সোনাডাঙ্গা নিবাসী বিবাহিতা ওই নারীকে (২৫) গণধর্ষণ করা হয়।
আটককৃতরা হল- খালিশপুর বঙ্গবাসী স্কুল গলির বাসিন্দা সাঈদ (৩৫), পিপলস গেট রেললাইন এলাকার বাসিন্দা নুরুজ্জামান (৩৫), একই এলাকার বাসিন্দা সুমন (১৮) ও পিপলস পাঁচতলা এলাকার বাসিন্দা নাজমুল (২০)। আটককৃত চার আসামীকে জিঞ্জাসা করা হলে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোস্তাক আহম্মেদ জানান, আটককৃত এ চার আসামী খালিশপুরের চিহ্নিত চোর ও ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় এই চার আসামির বিরুদ্ধেই ধর্ষণ মামলা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে খালিশপুর থানার ওসি তদন্ত নিমাই কুন্ডুকে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।