মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আঘাত হানায় ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে ব্যাপক জলোচ্ছ্বাস হয়েছে। প্লাবিত হয়েছে ঘরবাড়ি-রাস্তাঘাট।
জলোচ্ছ্বাস থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান কলকাতা টিভির সাংবাদিক সূচন্দ্রিমা ও তার গাড়িচালক। তবে ভেসে যায় তাদের গাড়িটি। পশ্চিবঙ্গের দিঘায় এ ঘটনা ঘটে।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে ওডিশার বালাশোরের দক্ষিণে আছড়ে পড়ে অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’।
আনন্দবাজার জানায়, এর আগে থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায়।
বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। পানি ঢুকতে শুরু করে উপকূলবর্তী এলাকায়।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, এভাবে জলোচ্ছ্বাসের একটা বড় কারণ ভরা কটালের সময় ঘূর্ণিঝড়ের আঘাত।
বুধবার পূর্ণিমা। সেই সঙ্গে রয়েছে চন্দ্রগ্রহণ। পূর্ণিমার প্রভাবে বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হয় জোয়ার। সকাল ১১টা ৩৭ মিনিটে সর্বোচ্চ সীমায় পৌঁছায় জোয়ার। জোয়ার চলাকালীন পানির উচ্চতা সর্বাধিক সাড়ে ৫ মিটার উঠতে পারে।
অন্য দিকে বুধবার দুপুর ৩টা ১৫ মিনিটে শুরু হওয়ার কথা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিট পর্যন্ত। ২০২১ সালে এটিই প্রথম ও শেষ ‘ব্লাড মুন’ হতে চলেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।