Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ দিনের রিমান্ডে মুফতি আমির হামজা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১০:৩৫ এএম

দেশের আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ মে) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী। যুক্তি-তর্ক শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

রিমান্ডের এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এবং পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামান।

এর আগে গত সোমবার (২৪ মে) বিকেলে মুফতি আমির হামজাকে কুষ্টিয়া থেকে আটক করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক জানান, আগের দিন রোববার বিকালে তিনি বাড়িতে এসেছিলেন। গ্রেপ্তার হন পরদিন সোমবার।
জানা যায়, গত ৫ মে আইনশৃঙ্খলা বাহিনী জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা চালানোর চেষ্টাকালে সাকিব নামে এক যুবককে আটক করে। এর পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে সাকিবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাকিব ছাড়াও আসামি করা হয় আলী হাসান উসামা ও মাওলানা মাহমুদুল হাসান গুনবীকে।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিবের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে বলা হয়, ‘সাকিব মোবাইল ফোনে মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান উসামা, আমির হামজা, হারুন ইজহার প্রমুখ ব্যক্তির উগ্রবাদী জিহাদি হামলার বার্তা সংবলিত ভিডিও দেখে উগ্রবাদে আসক্ত হয়।’ ওই এজাহারে মুফতি আমির হামজার নাম ছিল। তার সূত্রে ধরেই তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি সূত্র।
৫ দিনের রিমান্ডে মুফতি আমির হামজা
ইনকিলাব ডেস্ক

দেশের আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ মে) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী। যুক্তি-তর্ক শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
রিমান্ডের এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এবং পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামান।

এর আগে গত সোমবার (২৪ মে) বিকেলে মুফতি আমির হামজাকে কুষ্টিয়া থেকে আটক করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক জানান, আগের দিন রোববার বিকালে তিনি বাড়িতে এসেছিলেন। গ্রেপ্তার হন পরদিন সোমবার।
জানা যায়, গত ৫ মে আইনশৃঙ্খলা বাহিনী জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা চালানোর চেষ্টাকালে সাকিব নামে এক যুবককে আটক করে। এর পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে সাকিবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাকিব ছাড়াও আসামি করা হয় আলী হাসান উসামা ও মাওলানা মাহমুদুল হাসান গুনবীকে।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিবের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে বলা হয়, ‘সাকিব মোবাইল ফোনে মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান উসামা, আমির হামজা, হারুন ইজহার প্রমুখ ব্যক্তির উগ্রবাদী জিহাদি হামলার বার্তা সংবলিত ভিডিও দেখে উগ্রবাদে আসক্ত হয়।’ ওই এজাহারে মুফতি আমির হামজার নাম ছিল। তার সূত্রে ধরেই তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি সূত্র।



 

Show all comments
  • Tareq Sabur ২৬ মে, ২০২১, ১১:০৭ এএম says : 1
    আশ্চর্য!!! কিছু ............ মিলে বিচার করবে একজন দ্বীনি আলেম ও দেশের বিশিষ্ট নাগরিকের! ............................
    Total Reply(0) Reply
  • Abdullah ২৬ মে, ২০২১, ১১:১১ এএম says : 1
    আল্লাহ তাকে কস্ট সয্য করার তাওফিক দান কর। সকল আলেমকে এক কাতারে এসে সংগ্রাম করার তাওফিক দান করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিমান্ড

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ