বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালীর সেনবাগে উদ্ধার কৃত কঙ্কালের ডিএনএ পরীক্ষার মাধ্যমে দীর্ঘ সাত মাস পর এক কিশোরের পরিচয় সনাক্ত হয়েছে। ওই কঙ্কালটি ছিল ১৬ বছর বয়সের কিশোর মোঃ ইব্রাহিম প্রকাশ রনির। সে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আতর আলী মিয়া পন্ডিত বাড়ির বাহার আলীর পুত্র।
বিগত ৩০ অক্টোবর ২০২০ সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর আজম নগর পপুলার বিস্কুট ফ্যক্টরী সংলগ্ন মেঘনা ব্রিক ফিল্ডের একটি পরিত্যক্ত লেবার শেড থেকে অজ্ঞাত এক গলিত লাশের কঙ্কাল উদ্ধার করে সেনবাগ থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে উদ্ধারকৃত কঙ্কালটির পরিচয় সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা। তিনি জানান, কঙ্কালটির ডিএনএ পরীক্ষায় নিখোঁজ রনির পিতা বাহার আলীর ডিএনএ হুবহু মিলে যায়। রনি নিখোঁজ হওয়ার পর তার ভাই আল-আমিন বিগত ২২ সেপ্টেম্বর ২০২০ ইং বেগমগঞ্জ থানায় একটি ডায়রী করে। যার নং-১২১৭।
কঙ্কাল উদ্ধারের পর নিখোঁজ রনির পিতা বাহার আলী অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে বিগত ৩১ অক্টোবর ২০২০ একটি হত্যা মামলা নং-২৩ দায়ের করেছিল। কি কারণে, কে বা কারা এ নির্মম হত্যা কান্ডটি ঘটিয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে বলে ওসি জানান। কঙ্কাল উদ্ধারের পর ওই সময় দৈনিক ইনকিলাবে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।